আস-সুন্নাহ ট্রাস্ট এ আপনাকে স্বাগতম

প্রশ্নোত্তর

প্রশ্নঃ 1
কোন বক্তব্ব রাখার আগে বিসমিল্লাহ বলা সুন্নাহ না আলহামদুলিল্লাহ বলা উচিত? সুন্নার আলকে জানালে খুশি হব।
24 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. হামাদ দ্বারা বক্তব্য শুরু করতেন মর্মে অনেকগুলো হাদীস বর্ণিত আছে। তাই হামদ দ্বারা বক্তব্য শুরু করা উচিত। নিচের হাদীসটি দেখুন: عَنْ جَابِرٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ ، فَيَخْطُبُ ، فَيَحْمَدُ اللَّهَ ، وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ، وَيَقُولُ : مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ ، وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ ، إِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ ، وَخَيْرَ الْ هَدْيِ هَدْيُ مُحَمَّدٍ ، وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا ، وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ ، وَكَانَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ ، وَعَلاَ صَوْتُهُ ، وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ ، صَبَّحَكُمْ مَسَّاكُمْ . مَنْ تَرَكَ مَالاً فَلِلْوَرَثَةِ ، وَمَنْ تَرَكَ ضَيَاعًا أَوْ دَيْنًا فَعَلَيَّ وَإِلَيَّ ، وَأَنَا وَلِيُّ الْمُؤْمِنِينَ. অর্থ: জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. খুতবা দেয়ার জন্য দাঁড়ালেন। অতঃপর আল্লাহর হামদ ও ছানা করলেন…। মুসনাদু আহমাদ হাদীস নং ১৫০২৬। শায়খ শুয়াইব আর-নাউত বলেছেন, হাদীসটির সনদ সহীহ। এই হাদীসে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সা. হামাদ দ্বারা বক্তব্য শুরু করেছেন। আরো অনেকগুলো সহীহ হাদীসে এমনটি বর্ণিত আছে। দেখুন, সুনানু নাসায়ী, হাদীস নং ৩২৭৮; সহীহ মুসলিম হাদীস নং ২০৪৫।
প্রশ্নঃ 2
মুহতারাম, আস সালামু আলাইকুম। আমার প্রশ্ন: ইসলাম সম্পর্কে জানা এবং হিদায়েত এর পথে চলার ক্ষেত্রে জাহাঙ্গির স্যার এর ভুমিকা আমার জীবনে ব্যাপক। স্যার এর সবগুল বই আমার সংগ্রহে আছে এবং আমি তা নিয়মিত অধ্যায়ণ করি। অতপর আমার জানার বিষয় হল: ১. ঈসলামের ইতিহাস সম্পর্কিত সবচেয়ে সহিহ বই কোনটি কোনটি?ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ঈসলামের ঈতিহাস মাওলানা আকবার শাহ খান নাজিদাবাদি বইটি কি পরা যাবে? ২. আমি PRIVATE JOB করি, বাছর দুই-তিনেক আগে নিয়ত করি যে জীবনের শেষদিন পুর্যন্ত কুরান হিফজ করতে থাকব….সেমতে চেষ্টা করে প্রাই ৬০ টি সুরা মুখস্ত করেছি (আলহামদুলিল্লাহ). কিন্তু যেহেতু আমি তহাজ্জুদ আদায় করকে পারি না এবং হিফজ করতে যথেষ্ঠ সময় লাগে, তাই এখন হিফজ মনে রাখা কঠি হয়ে গেছে। ফলে আমাকে নতুন হিফজ করার চেয়ে পুরাতনগুলো রিভাইজ করতে বেশি সময় দিতে হয়…এই অবস্থায় আমার করণীয় কি? (আমার বয়স ৩২, আমি বিবাহিত এবং আমার ১টি ছেলে আছে যর বয়স ৭ বছর বাক্তিগত জীবনে দ্বীন-ইসলামপালনের ক্ষেত্রে পরামর্শ দিবেন
24 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। ১। হ্যাঁ, উক্ত বইটি পাঠ করা যেতে পারে। ২। আপনি কুরআন যতটুকু মুখস্ত করেছেন তা ভালভাবে মুখস্ত রাখুন। আর বাকিটুকু আপনার সামর্থনাযুয়ী হিফজ করার চেষ্টা করুন। এরপরও যদি কোন অংশ ভুলে যান তাহলে আশা করা যাই আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন।
প্রশ্নঃ 3
আসসালামু আলাইকুম! ঊস্তাদ! আমি আপনার নিয়মিত শ্রোতা এবং আপনার বইগুলির একজন পাঠক। আমি আপনার খুতবা সম্পর্কিত বইটি পড়ছিলম। মাশাল্লাহ এখানে আপনি গভির পর্জালচোনা করেছেন। আমার প্রশ্ন হল মাতৃভাষায় খুতবা দেওয়ার অভিমতটি বাংলাদেশ এর অনেক আলেম সহজ ভাবে মেনে নিতে চাবেন না। যেমন আমি http://ahlehaqmedia.com/ আহ্লেহাক্মেদিয়া। চম এ খুতবা বিশৈয়ক পস্ত গুল দেখছিলাম। ষেখানে আলেম গন এর কতর বিরধিতা করেছেন। এবং তাদের সপক্কে অনেক জুক্তি দেখিয়েছেন। ঊস্তাধ! এখন আমার প্রস্ন হচ্ছে জে ঐক্ক রক্ষার খেত্রে কি এই বিসৈ নিয়া আমি তাদের সাথে আলছনা আরিয়ে জেতে পার্ব? জাযাকাল্লাহ খাইর!
24 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। ঐক্য রক্ষার খাতিরে আলোচনা করতে গিয়ে আপনি ঐক্য রক্ষা করতে পারবেন বলে মনে হয় না। সুতরাং এই সব থেকে আপনার বিরত থাকায় উচিৎ।
প্রশ্নঃ 4
আমার প্রশ্নঃ ১। সাহাবাদের নামের শেষে আমরা রাদিয়াল্লাহু আনহু বলে দুয়া করি। এবং আগের নবিদের ক্ষেত্রে আমরা আলাইহিস সালাম বলে দুয়া করি। কিন্তু আগের নবিদের স্ত্রি বা মাতা (আসিয়া/ হাযেরা/সারাহ) ক্ষেত্রে দুয়ার জন্য কি ব্যবহার করব? রাদিয়াল্লাহু আনহু না আলাইহিস সালাম? আল্লাহ আপনাকে উত্তম বদলা দান কারুন। আমিন।
23 Dec 2025
এক্ষেত্রে ইসলাম কোন কিছু নির্দিষ্ট করে দেয়নি। আপনার কাছে যে দোয়াটি ভাল লাগে আপনি সে দোয়াটি পড়তে পারেন। তবে সাধারণত আলাইহাস সালাম পড়া হয়।
প্রশ্নঃ 5
Assalamualaikum, sir,I want to know about la majhabi. If i do not follow only one imam its call la majhab in our socity. but I try to my best what i known about hadith to follow. I am not a student of madrasa do not read in islamic study. I accept some alem who are in sohi akdia (that i mind) as example Abdullah jahangir, motiur rahman madani, mufti kazi ibrahim, abdur razzak bin yousuf, sohidullah khan madani. kamal uddin jafari also some other alem. If it is Enough for me to pray for allah? Or i am needed to follow any imam from our 4 imam. Hope you will understand my Quistion.
23 Dec 2025
Wa Alaikumus Salam Wa Rahmatullah. What you do is the same that the followers of Madhabs do. They also accept some scholars and follow them. The main duty of a Muslim is to follow the Quran and Sunnah. But the most of the muslims can not study them. So the depend of mazhabs or scholars. You should try your best to study the Quran and sunnah yourself. If not possible, you should follow one Alim and make your decision depending on Sunnah, not on your personal trend or choice.
প্রশ্নঃ 6
পায়ে হাত দিয়ে সালাম করার বিধান
23 Dec 2025
বিস্তারিত জানতে এহইয়াউস সুনান (৩৮৬পৃষ্ঠা থেকে ৩৮৮পৃষ্ঠা) পড়ুন। এক কথায় এরূপ করা সুন্নাত নয় ও ইসলামী আদব নয়।
প্রশ্নঃ 7
Salam, before sleeping, Is it sunnah to keep the head in the north direction?
22 Dec 2025
না, উত্তর দিকে মাথা রেখে ঘুমানো সুন্নাত নয়। তবে ডান কাঁধে ঘুমানো সুন্নাত। হযরত বারা ইবনে আযিব রা. বলেন,
كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ نَامَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ
অর্থ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আসতেন তখন ডান কাঁধের উপর ঘুমাতেন। সহীহ বুখারী, হাদীস নং ৬৩১৫
প্রশ্নঃ 8
ami dr.abdullah jahangir sir er aih-ea-us sunan, rahe balayet, monajat o namaj boi porasi and bar bar portesi . amer mone namajer modhe dua monajat bisoea kiso prosno jagase kindly sir amake answer diben khob bipode asi, ai dua / monajat korte gea bid-at na hoea jai? 1. eaka or jamat e foroj namaj sese dua masura porer por onno kono dua pora jabe ki? or allah r kase banglai kono kiso chaoa jabe ki? 2.eaka foroj namaj porar por haat tule monajat kora jabe ki? 3.tahajoot namaj e dua masura porer por salam firanor agae allahr kase banglai kiso chaoa jabe ki? naki salam firanor por haat tule masnoon dua pore banglai allahor kase kiso chaite hobe?
21 Dec 2025
দুআ মাসূরা অর্থ কুরআন কিংবা হাদীস শরীফে বর্ণিত দুআ। সুতরাং ফরজ সালাতের শেষ বৈঠকে আপনি এক বা একাধিক দুআ মাসূরা পড়তে পারেন। তবে দুআ মাসূরা ব্যতিত অন্য কোন দুআ কিংবা বাংলায় দুআ করা যাবে না। আর ফরজ নামায শেষে আপনি হাত তুলে দুআ করতে পারবেন, কোন সমস্যা নেই।

কপিরাইট স্বত্ব © ২০২৫ আস-সুন্নাহ ট্রাস্ট - সর্ব স্বত্ব সংরক্ষিত| Design & Developed By Biz IT BD