প্রশ্নঃ 1
Hujur amar meyer boyos 8 mash. Ami ki eid er por meyer name akika korte parbo? R apni India asle janaben. Amar mobile no. 9339021234. Apnar kach theke ami anek kichu sikhchi.
23 Dec 2025
জন্মের ৭ দিনে আকীকা করা সুন্নাত। তখন না করে থাকলে যে কোন সময় করতে পারবেন সমস্যা নেই।
প্রশ্নঃ 2
আক্বীকা আদায় না করে ঐ ব্যক্তি কোরবানি আদায় করতে পারবে কি? আমার আক্বীকা আদায় করেনি আমার বাবা মা আমি আক্বীকা আদায় না করে কোরবানি আদায় করতে পারবো কি?
23 Dec 2025
আকীকা করা সুন্নাত বা মুস্তাহাব আর কোরবানী করা ওয়াজিব। কোরবানীর সাথে আকীকার কোন সম্পর্ক নেই। আকীকা করা না হলেও কোরবানী যার উপর ওয়াজিব তাকে অবশ্যই কোরবানী করতে হবে।
প্রশ্নঃ 3
সপ্তম দিনের আগে কি আকিকা দেওয়া যাবে?
20 Dec 2025
প্রশ্নটি করার জন্য আপনাকে আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। উল্লেখিত বিষয়ে কিঞ্চিত আলোচনা করা হল। আশাকরি আপনি তাতে আপনার উত্তর খুঁজে পাবেন, ইনশাল্লাহ। উলামায়ে কেরাম এব্যাপারে একমত পোষণ করেছেন যে, শিশুর জন্মের ৭ ম দিনে আকীকা দেয়া সুন্নাত। ছেলের পক্ষথেকে ২ টি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে ১ টি ছাগল। এপ্রসঙ্গে আয়শা রাঃ থেকে বর্ণীত একটি হাদীসে রাসূল সাঃ বলেন:
عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة
অর্থঃ ছেলে সন্তানের পক্ষ থেকে দুইটি উপযুক্ত ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল। সুনানে তিরমিযী, তাহকীক আহমাদ শাকের এবং আলবানী, হাদীস নং ১৫১৩। তিরমিযী রহঃ হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। ৭ ম দিনের পূর্বে বা পরে আকীকা দিলে তা যথেষ্ঠ হবে কি না এব্যাপারে উলামায়ে কেরামের দুই ধরনের মত রয়েছে। তবে গ্রহনযগ্য মত হল, ৭ ম দিনের আগে বা পরে দিলেও তা যথেষ্ঠ হবে। যেমন ইবনে কাইয়্যিম রহ বলেন:
اليوم السابع - استحباب وإلا فلو ذبح عنه في الرابع أو الثامن أو العاشر أو ما بعده : أجزأت
تحفة المودود بأحكام المولود ) ص 63 )
অর্থঃ সপ্তম দিন সুন্নাত, তবে যদি ৪ র্থ দিনে বা ৮ ম দিনে কিংবা ১০ বা তার পরবর্তি দিনে তার পক্ষ থেকে আকীকা দেয়া হয় তাহলে তা যথেষ্ঠ হবে। তুহফাতুল মাওদূদ বি আহকামীল মাওলূদ পৃষ্ঠা নং ৬৩ ( শামিলা)
তবে আমাদের উচিৎ সর্বাস্থায় আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করার। আল্লাহ আমাদেরকে তাওফীক দান করুন। আমীন।
প্রশ্নঃ 4
আসসালামু আলাইকুম,।
একজনের বাবা এবং বোন যেনায় জরিত ১৫ বছর যাবত সে দেখছে। তার বোনের পেটে তার বাবার একটা সন্তানও হয় সেটাকে তারা এবর্সন করে।তার বোনের বিয়ে হয়ে গেছে মেয়েও আছে এখন ও তারা বাবা মেয়ে যেনা করে৷ এটা সে জানে যে এটা কেউ জানে না। এখন সে কি তার পরিবার থেকে আলাদা থাকবে। একজন দ্বায়ী বলেছে তার পরিবার তার জন্য হারাম।তাকে চলে যেতে বলছে। কিন্ত সে তো বলতেছে তারা যায় করুক তাদের মাঝেই তো জান্নাত।
তার পরিবারের সবাই প্রায় যেনাই লিপ্ত। তার বড় বোনের একটা মেয়ে আছে। হয়ত তার নানাই তার বাবা।
04 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। ঐ ব্যক্তি অবিলম্বে ঐ পরিবার ছেড়ে চলে যাবে। এই পাপিষ্ঠ পরিবারে থাকলে সেও পাপী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সে অন্য কোথাও বসবাস করবে। এবং প্রয়োজন ছাড়া তাদের সাথে যোগাযোগ রাখারও দরকার নেই।
প্রশ্নঃ 5
একদিন জুমার নামাজের সময় ইমাম সাহেব ভুল করেন, সাথে সাথে কিছু মুসল্লী তকবির দেয় এবং ইমাম সাহেব শেষ বৈঠকে সেজদাহে সাহু দিয়ে দিয়ে নামাজ শেষ করেন। কিন্তু সালাম ফিরানোর পরে কিছু মুসল্লী নামাজ দ্বিতীয় বার পড়তে জোর করে এবং ইমাম তাদের কথায় দ্বিতীয় বার নামাজ পড়ান। আমি দ্বিতীয় বার নামাজ পড়ি নাই।
04 Dec 2025
ভুল হলে সাজদায়ে সাহু দিলে নামায সহীহ হবে। সুতরাং নতুন করে আর পড়ার দরকার নেই। ইমাম সাহেবে সাথে জোরাজুরি করা ঠিক হয় নি।